You are currently viewing রাজ্যজুড়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ

রাজ্যজুড়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ

রাজ্যজুড়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ : পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরে ৪টি শূন্যপদে নিয়োগ হবে। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সহ একাধিক পদে হবে নিয়োগ। আবেদনের শেষদিন ৯ নভেম্বর। নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে।
পদের নাম : DISTRICT COORDINATOR
শিক্ষাগত যোগ্যতা : সাম্মানিক সহ স্নাতক অথবা স্নাতকোত্তর (সোশাল সায়েন্স সাবজেক্ট) অথবা MBA। উচ্চমাধ্যমিকে ৭০ শতাংশ এবং স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে
অন্যান্য যোগ্যতা : ইংরেজি ও বাংলা লেখা ও বলার যোগ্যতা এবং পাওয়ার পয়েন্ট প্রেজ়েন্টেশনে দক্ষতা। ডেভেলপমেন্ট অথবা কর্পোরেট সেক্টরে কাজ করার দক্ষতা
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর (১.১০.২০১৭ পর্যন্ত)
বেতন : মাসে ৪২ হাজার টাকা

পদের নাম : ASSISTANT DISTRICT COORDINATOR
শিক্ষাগত যোগ্যতা : স্ট্যাটিসটিক্স অথবা ইকনমিক্সে সাম্মানিক সহ স্নাতক। স্নাতকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে
অন্যান্য যোগ্যতা : ইংরেজি ও বাংলা লেখা ও বলার যোগ্যতা এবং পাওয়ার পয়েন্ট প্রেজ়েন্টেশনে দক্ষতা। ডেভেলপমেন্ট অথবা কর্পোরেট সেক্টরে কাজ করার দক্ষতা
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর (১.১০.২০১৭ পর্যন্ত)
বেতন : ৩৭ হাজার টাকা

পদের নাম : FINANCIAL MANAGEMENT & PROCUREMENT COORDINATOR
শিক্ষাগত যোগ্যতা : কমার্স অথবা ইকনমিক্সে সাম্মানিক সহ স্নাতক
অন্যান্য যোগ্যতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর (১.১০.২০১৭ পর্যন্ত)
বেতন : ৩৫ হাজার টাকা

প্রার্থী বাছাই : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। পরীক্ষা ও ইন্টারভইউয়ের স্থান জানতে ক্লিক করুন– http://www.wbisgpp.gov.in
আবেদনপত্রের উপর লিখুন- — “APPLICATION FOR THE POST OF ______ UNDER THE ISGP PROGRAMME”
তাছাড়া আপনার অ্যাপ্লিকেশন স্ক্যান করে ই-মেল করতে পারেন– scu.wbisgpp@gov.in

অফিসিয়াল বিজ্ঞপ্তি

আবেদন পত্র ডাউনলোড করুন

N.B:IACT AMLASULI is a job portal which provides first-hand basic info of various recruitment going all over India. Job seekers are requested to go through the official website of the company/department for complete details & application process. Candidates should carefully read the official notification for detail information, regarding age limit, educational qualification, selection process, how to apply about PN & RD Recruitment 2017-18.

অন্য কিছু জানতে : :  চাকুরীর খবর  ::  টেকনোলোজিক্যাল নিউজ  ::