IACT AMLASULI: Institute For Advanced Computer Technology, Amlasuli এমন একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যা আমলাশুলি এলাকার অনেক ছাত্র ছাত্রীর Advanced Technology সহযোগে কম্পিউটার শেখার বিস্বস্ত প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানটির জন্ম ২০১৩ সালের মে মাসে। প্রতিষ্ঠানটি জন্ম লগ্ন থেকেই IACT Education Pvt. Ltd. , Delhi (ISO 9001:2008) এর সাথে যুক্ত । ২০১৪ সালে IACT AMLASULI যুক্ত হয় CSC E-Governance Service India Limited , Government of India, New Delhi ।
এই কয়েক বৎসরের মধ্যেই IACT AMLASULI শুধুমাত্র আমলাশুলি সংলগ্ন এলাকায় নয় গোটা পশ্চিম মেদিনীপুরের মধ্যেই কম্পিউটার প্রশিক্ষণ হিসেবে বিশেষ সুনাম অর্জন করে নিয়েছে ।

এখানকার উন্নত Technology সহকারে শিক্ষা, ছাত্র ছাত্রী দের শুধুমাত্র তথাকথিত শিক্ষায় শিক্ষিত করে না ,বরং Market Requirement অনুযায়ী Best Professional তৈরি করে । iact amlasuli
প্রতিষ্ঠানের শুরু থেকেই Updated Study materials , Fully LAN Set-upped Lab, Wi-fi technology এবং Projector এর মাধ্যমে ক্লাস , ছাত্র ছাত্রী দের বিষয়বস্তু বুঝতে অনেক সহায়তা করেছে।

বর্তমানে এখানকার প্রশিক্ষিত ছাত্র ছাত্রীরা অনেকেই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

প্রতিষ্ঠানটি শুধুমাত্র স্কুল বা কলেজ ছাত্র ছাত্রী দের মধ্যেই সীমাবদ্ধ নেই , ভারত সরকার মান্যতাপ্রাপ্ত বিশেষ Digital Awareness Programme : NDLM (National Digital Literacy Mission ) এবং PMGDISHA (প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান) তে অংশগ্রহনের মাধ্যমে সমস্ত স্তরের ( ১৪ বৎসর থেকে ৬০ বৎসর ) কম্পিউটার শিক্ষা সহজ করে তুলেছে ।

আগামী দিনে প্রতিষ্ঠানের Advanced Technology নিয়েও অনেক কিছু করার ইচ্ছে আছে , তার জন্য আপনারা যেভাবে সাহায্য করে আসছেন সেটুকু করলেই আমরা ধন্য।