You are currently viewing Why you can’t block Mark Zuckerberg’s Facebook account?

Why you can’t block Mark Zuckerberg’s Facebook account?

যে কারণে ফেসবুকে ব্লক করতে পারবেন না জাকারবার্গ ও তার স্ত্রীকে : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুককে চেনেন না এমন ব্যক্তি পাওয়া দুষ্কর! আর যারা সামাজিক এই প্লাটফর্মটিতে ঘোরাফেরা করে থাকেন তারা ব্লক নামে একটি শব্দের সঙ্গে অতি পরিচিত।

ফেসবুকে কারো পোস্ট না দেখতে ব্যবহারকারীরা ওই ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে মুছে ফেলেন বা ব্লক করে থাকেন। তবে মজার বিষয় হল কোনো ফেসবুক ব্যহারকারী যেকোনো ব্যক্তিকে ব্লক করতে পারলেও ফেসবুক এর সিইও মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যানকে কখনোই ব্লক করতে পারবেন না।

can't block Mark Zuckerberg's Facebook

আপনি যদি তাদের প্রোফাইলে গিয়ে তাদের ব্লক করার চেষ্টা করেন তবে আপনি ‘ব্লক ইরর’ বা ‘ট্রাই এগেইন’ নামে ম্যাসেজ পাবেন। অর্থাৎ কোনোভাবেই তাদের ফেসবুক থেকে ব্লক করা সম্ভব নয়।

can't block Mark Zuckerberg's Facebook

এতে হয়তো অনেকের মনে হতে পারে যে তারা ফেসবুকের কর্তাস্থানীয় ব্যক্তি তাই তাদের ব্লক করা সম্ভব নয়। তবে তাদের এমন ধারণাকে ভুল বলে মনে করছেন ফেসবুক কর্তৃপক্ষ।

can't block Mark Zuckerberg's Facebookকারণ হিসেবে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের ইরর ম্যাসেজ শুধুমাত্র কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়। যখন কোনো ব্যক্তি বহুবার ব্লকের শিকার হয় তখন ওই ব্যক্তির অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ইরর ম্যাসেজটি দেখা দেয় বা তাকে ব্লক করা যায় না। এ থেকেই বলাই যায়, ফেসবুকে অ্যাকাউন্ট খোলার পর থেকে অনেক পোস্ট লিখেছেন জাকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা। তাদের ওই পোস্ট অনেকের মতের সঙ্গে না নাও মিলতে পারে। ফলে তারা বহুবার ব্লকের শিকার হয়েছিলেন। তাই ফেসবুক কর্তৃপক্ষ ওই দুই অ্যাকাউন্টের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া, দ্যা গার্ডিয়ান

অন্য কিছু জানতে : :  চাকুরীর খবর  ::  টেকনোলোজিক্যাল নিউজ  ::