You are currently viewing এবার গুগল ম্যাপে খুঁজে নিন কাছের শৌচালয়টি

এবার গুগল ম্যাপে খুঁজে নিন কাছের শৌচালয়টি

এবার গুগল ম্যাপে খুঁজে নিন কাছের শৌচালয়টি৷ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন, সুস্থ রাখতে চতুর্দিকে শৌচালয়ের সংখ্যা বৃদ্ধি পেলেও অনেক সময় তা চটজলদি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়৷ কোথায় সেই শৌচালয়ের সঠিক অবস্ttথান, ঠিক কতটা গেলে আপনি তার দেখা পাবেন অনেকের কাছেই তা থাকে অজানা৷ তবে এবার সেই সমস্যারও সমাধান হতে চলেছে৷ গুগুল ম্যাপই বলে দেবে আপনার সবথেকে কাছের শৌচালয় কোনটি৷ তার সঙ্গে সঙ্গে জানান দেবে ৩৩১টি পাবলিক টয়লেটের খোঁজ৷ সেখান থেকেই আপনি বুঝতে পেরে যাবেন আপনাকে আর ঠিক কতটা এগোতে হবে৷জানা গিয়েছে, গুগুল ম্যাপে গিয়ে পাবলিক টয়লেট বা টয়লেট লিখে সার্চ করলেই আপনি দেখতে পাবেন আপনার আশেরপাশএ কোথায় টশৌচালয় রয়েছে৷ তবে এই সুবিধা দিল্লিবাসীই এখন উপভোগ করতে পারবেন৷ আপাতত ৩৩১টি শৌচালয়কে গুগল ম্যাপের আওতায় আনার কাজ সম্পন্ন করেছে এনডিএমসি৷ এনডিএমসি-এর মোবাইল অ্যাপ ‘NDMC311’ -তেও এই পাবলিক টয়লেটের হদিশ পেতে পাবেন আপনি৷