You are currently viewing রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষার ফলাফল জানতে ক্লিক করুন এই লিঙ্কে

রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষার ফলাফল জানতে ক্লিক করুন এই লিঙ্কে

রাজ্য সরকারের গ্রুপ ডি: চার মাসের মাথায় প্রকাশিত হল রাজ্য সরকারের গ্রুপ ডি’র ফলাফল৷Click Here এই লিঙ্কে গিয়ে নয় সংখ্যার আবেদন নম্বর দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন ফলাফল৷ মোট শূন্যপদ- ৬,০০০৷

গত ২০ মে, রাজ্য সরকারের গ্রুপ ‘ডি’ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা নেওয়া হয়৷ প্রথম দফার পরীক্ষায় ৬০০০ পদের জন্য পরীক্ষা দেওয়া হয় মোট ২৫ লক্ষ পরীক্ষার্থীর৷ সব দফতর মিলিয়ে রাজ্যে প্রায় ২৫ হাজার গ্রুপ-‘ডি’-র পদ খালি৷ রাজ্যের গ্রুপ-‘ডি’ রিক্রুটমেন্ট বোর্ডের এটাই প্রথম পরীক্ষা ও তার ফলাফল৷

  •     মোট শূন্যপদ- ৬,০০০
  •     বেতনক্রম-৪,৯০০-১৬,২০০ (পে ব্যান্ড ১)+গ্রেড পে ১,৭০০ টাকা।
  •     ন্যূনতম বয়স ১৮ বছর। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর (১ জানুয়ারি ২০১৭ পর্যন্ত)। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়৷
  •     প্রার্থীকে অবশ্যই ক্লাস এইট পাশ হতে হবে।
  •     লিখিত পরীক্ষার পূর্ণমান ৮৫ নম্বর। পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। প্রশ্ন হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণি মানের। OMR শিটে দিতে হবে উত্তর।
  •     পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং ছিল না।

To Know your result : Click Here

অন্য কিছু জানতে : :  চাকুরীর খবর  ::  টেকনোলোজিক্যাল নিউজ  ::