You are currently viewing উইন্ডোজ ফোন বন্ধ হলো

উইন্ডোজ ফোন বন্ধ হলো

উইন্ডোজ ফোন বন্ধ হলো :ধুঁকছিল অনেক দিন ধরেই। বাঁচানোর চেষ্টাও করা হয়েছে বিস্তর। কিন্তু শেষরক্ষা হল না। উইন্ডোজ ফোন আর নেই। হ্যাঁ, উইন্ডোজ ফোনের উত্‍‌পাদন অফিসিয়ালি বন্ধ করে দিল মাইক্রোসফট। অর্থাত্‍‌, আর মিলবে না উইন্ডোজ ফোন।

অ্যান্ড্রয়েডকে একহাত নিতেই উইন্ডোজ ফোন বাজারে এনেছিল মাইক্রোসফট। একগুচ্ছ অ্যাপ-ও তৈরি করে সংস্থা। এমনকি অ্যাপ ডেভেলপারদের মোটা টাকা পারিশ্রমিক দিয়ে অত্যাধুনিক উইন্ডোজ অ্যাপ বানানো হয়। তবুও অ্যান্ড্রয়েডকে টেক্কা দেওয়া দূর, টিকিও ছুঁতে পারেনি।

অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা যতই বেড়েছে, উইন্ডোজ ফোন ততই পিছিয়ে পড়েছে। তাই আর উইন্ডোজ ফোন বাজারে রাখতে রাজি নয় মাইক্রোসফট। সংস্থা জানিয়েছে, উইন্ডোজ ফোনে আর সফটওয়্যার আপডেট মিলবে না। তবে নিরাপত্তা সংক্রান্ত বাগ ফিক্সেস আরও কিছু দিন পাওয়া যাবে। পরে সেটাও বন্ধ হয়ে যাবে।

অন্য কিছু জানতে : :  চাকুরীর খবর  ::  টেকনোলোজিক্যাল নিউজ  ::